
কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই সাধারণ মানুষের একাংশের মধ্যে ধন্দ বেড়েছে। এই আবহে সাধারণ মানুষের চিন্তা দূর করতে বড় উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে তৃণমূলনেত্রীকে বৃহস্পতিবার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি এক্সবার্তায় লিখেছেন, “বিএলও বন্ধুরা! অনুপ্রেরণায় নেচে নির্বাচন কমিশনের নির্দেশ কিন্তু অবহেলা করবেন না। করলে চাকরি, পেনশন, সব নিয়ে টানাটানি হবে।
পার্থ এখনও জেলে। কুনাল, বালু, কেষ্ট সবাই জেল খেটে এখন জামিনে খালাস! প্যাঁচে পড়লে অনুপ্রেরণাদাত্রী কিন্তু কাউকে বাঁচান না। নেত্রীর নকল করেই বলছি, এটা মাথায় রাখবেন।”
প্রসঙ্গত, কমিশনের তরফে জানানো হয়েছে, নাগরিকরা এখন ১৯৫০ ভোটার হেল্পলাইন এবং পরিষেবা ব্যবহার করে ভোট সংক্রান্ত সমস্ত প্রশ্ন করতে পারবেন ও অভিযোগ জানাতে পারবেন। এসআইআর নিয়ে যাবতীয় ধোঁয়াশা দূর করতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, এটা একটা প্রকল্প, জাতীয় নির্বাচন কমিশন যার তদারকি করে। এর আগে দেশে এমন হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত