দমদম থেকে শোভাবাজার পর্যন্ত সাময়িক বন্ধ পরিষেবা, পরে স্বাভাবিক
কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): ফের কলকাতা মেট্রোয় বিভ্রাট! শুক্রবার সকালে দমদম থেকে শোভাবাজার পর্যন্ত বেশ কিছু সময়ের জন্য থমকে যায় মেট্রো পরিষেবা। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কিছু সময় পর অবশ্য মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। এদিন সকালে দমদম থেকে শোভাবা
ফের বিভ্রাট মেট্রোয়, দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মাঝে থমকে গেল পরিষেবা


কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): ফের কলকাতা মেট্রোয় বিভ্রাট! শুক্রবার সকালে দমদম থেকে শোভাবাজার পর্যন্ত বেশ কিছু সময়ের জন্য থমকে যায় মেট্রো পরিষেবা। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কিছু সময় পর অবশ্য মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। এদিন সকালে দমদম থেকে শোভাবাজার পর্যন্ত বন্ধ থাকে মেট্রো চলাচল। তবে কী কারণে বন্ধ ছিল, তা এখনও জানা যায়নি।

কিছু সময় পরে স্বাভাবিক হয় পরিষেবা। দমদম থেকে ফের মেট্রো চালু হয়। যাত্রীদের বক্তব্য, শুক্রবার সকাল সাড়ে ৮টার পর আচমকাই পরিষেবা বিভ্রাটের কথা জানানো হয়। একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক মেট্রো। ঘোষণা করা হয়, অনিবার্য কারণে জন্য দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। আপ এবং ডাউন— দুই লাইনেই মিলবে না পরিষেবা। যাত্রীদের মেট্রোর কামরা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দিনের শুরুতে মেট্রো বিভ্রাটের কারণে ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো ছেড়ে সড়কপথে বা অন্য ভাবে গন্তব্যে পৌঁছোতে হয় তাঁদের।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande