
কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): ম্যানহোলের মধ্যে থেকে উদ্ধার হল এক জনের পচাগলা দেহ। শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কেশবচন্দ্র সেন স্ট্রিটের ঘটনা। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দেহটি কোনও পুরুষের। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তবে, ময়না তদন্তের পরেই তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এটি খুন, না দুর্ঘটনা, তা-ও ময়না তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ