
কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সুকান্ত বলেন, তৃণমূল যেভাবেই হোক এসআইআর বন্ধ করতে চায়।
সুকান্ত মজুমদার বলেন, শুধু এসআইআর-এর কারণে কি কারও মৃত্যু হয়েছে? কোনও ডাক্তার কি এটা বলেছেন? না। কারণ এটি একটি রাজনৈতিক দাবি। তৃণমূল কংগ্রেস যে কোনও উপায়ে এসআইআর বন্ধ করতে চায়। যদি কেউ অবৈধভাবে কোনও সুবিধা গ্রহণ করে এবং আপনি তা বন্ধ করার চেষ্টা করেন, তাহলে স্বাভাবিকভাবেই তাঁরা এর বিরোধিতা করবে... এসআইআর অনেক জায়গায় হচ্ছে, কিন্তু সেখানে কোনও মৃত্যু হচ্ছে না। এর মানে হল বাংলায় কিছু ভুল আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা