আইআইএম কলকাতায় “ইন্ডিয়া রিসার্চ ট্যুর ২০২৫” এর উদ্বোধন সুকান্ত মজুমদারের
কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার আজ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কলকাতায় ইন্ডিয়া রিসার্চ ট্যুর ২০২৫ এর যাত্রার সূচনা করেন। ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ (আইসিএসএসআর), শিক্ষা মন্
আইআইএম কলকাতায় “ইন্ডিয়া রিসার্চ ট্যুর ২০২৫” উদ্বোধন করলেন ড. সুকান্ত মজুমদার


কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার আজ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কলকাতায় ইন্ডিয়া রিসার্চ ট্যুর ২০২৫ এর যাত্রার সূচনা করেন। ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ (আইসিএসএসআর), শিক্ষা মন্ত্রক এবং একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এই অভিযানটির মূল লক্ষ্য ভারতের গবেষণা পরিসরে সংযোগ, সহযোগিতা এবং স্বচ্ছতা বাড়ানো। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, ড. মজুমদার উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় একতা দিবস ও সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকীর দিনেই এই সূচনার তাৎপর্য বিশেষ। তিনি বলেন, “উদ্ভাবন ছাড়া সমাজ স্থবির হয়ে যায়।” তিনি আরও যোগ করেন ইন্ডিয়া রিসার্চ ট্যুর ২০২৫ ভারতের জ্ঞান ও সত্য অন্বেষণের চিরন্তন সভ্যতাগত সাধনাকে প্রতিফলিত করে।

তিনি ভারতের গ্লোবাল ইনোভেশন ইনডেক্স বা বৈশ্বিক উদ্ভাবন সূচকে মাত্র পাঁচ বছরে ৮১-তম স্থান থেকে ৩৯-তম স্থানে উন্নীত হওয়ার প্রসঙ্গে বলেন, ‘ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন’ প্রকল্প ও ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর মতো উদ্যোগ গবেষণায় প্রবেশাধিকার এবং উচ্চ প্রভাবসম্পন্ন গবেষণাকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, ‘হার রিসার্চ, আওয়ার ফিউচার’ উদ্যোগ মহিলা গবেষকদের ক্ষমতায়নের পাশাপাশি, দেশের সার্বিক গবেষণার মানোন্নয়নে সহায়ক হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার দফতরের বিজ্ঞানী ‘ডি’ ড. হাফসা আহমেদ; আইসিএসএসআরের সদস্য সচিব অধ্যাপক ধনঞ্জয় সিং; এবং আইআইএম কলকাতার পরিচালক ড. অলোক কুমার রায়। তাঁরা ‘ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন’ পরিকাঠামোর মূল লক্ষ্য হিসাবে মুক্ত প্রবেশাধিকার, আন্তঃ-বিভাগীয় সহযোগিতা এবং গবেষণার গণতন্ত্রীকরণের উপর জোর দেওয়ার কথা বলেন। তাঁরা উল্লেখ করেন যে, ২০২৮-এর নভেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত ‘ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন’ প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলি ১৩,০০০-এরও বেশি আন্তর্জাতিক প্রকাশনার নাগাল পাবে এবং ভারতীয় গবেষণায় অংশগ্রহণ ও আন্তর্জাতিক উপস্থিতি বহুগুণ বেড়ে যাবে।

ইন্ডিয়া রিসার্চ ট্যুরের এই ২০২৫-এর যাত্রা তৃতীয় সংস্করণ। মোট ৪০ দিনের যাত্রা হবে দিল্লি থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত। এ বছরের অভিযান বিশেষভাবে উত্তর-পূর্ব ভারতের অপ্রকাশিত গবেষণার সম্ভাবনার উপর জোর দেবে। এর উদ্দেশ্য গবেষক, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের মধ্যে বলিষ্ঠ সংযোগ স্থাপন করে অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী ও আন্তর্জাতিক স্তরে সংযুক্ত গবেষণার পরিবেশ গঠন করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande