
কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টি অব্যাহত থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের আশঙ্কা রয়েছে শনিবার পর্যন্ত। তার পর ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে পারে।
দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হতে পারে। এছাড়াও শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কিছু অংশে। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা