আগামীকাল বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে মাসিমপুরে প্রাক্তন সেনাদের মহা সমাবেশ
শিলচর (অসম), ৮ অক্টোবর (হি.স.) : দেশের সেবায় একসময় জীবন উৎসর্গকারী প্রবীণ সেনানী ও যুদ্ধ-বিধবাদের প্রতি সম্মান জানিয়ে ভারতীয় সেনাবাহিনী আগামীকাল বৃহস্পতিবার কাছাড় জেলার অন্তর্গত মাসিমপুর সামরিক ছাউনিতে এক বিশাল প্রাক্তন সেনা সমাবেশের আয়োজন কর
আগামীকাল বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে মাসিমপুরে প্রাক্তন সেনাদের মহা সমাবেশ


শিলচর (অসম), ৮ অক্টোবর (হি.স.) : দেশের সেবায় একসময় জীবন উৎসর্গকারী প্রবীণ সেনানী ও যুদ্ধ-বিধবাদের প্রতি সম্মান জানিয়ে ভারতীয় সেনাবাহিনী আগামীকাল বৃহস্পতিবার কাছাড় জেলার অন্তর্গত মাসিমপুর সামরিক ছাউনিতে এক বিশাল প্রাক্তন সেনা সমাবেশের আয়োজন করছে। ‘ওয়েলফেয়ার রেলি শিলচর, সম্পর্ক, সম্মান, সমাধান’ শীর্ষক এই মহা সমাবেশের মাধ্যমে বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি এবং ডিমা হাসাও জেলার প্রাক্তন সেনাদের কল্যাণ, পেনশন এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অনুষ্ঠেয় সমাবেশ হবে এক প্রকার সিঙ্গল-উইন্ডো প্ল্যাটফর্ম, যেখানে প্রবীণ সেনানীরা তাঁদের নথি, পেনশন সংক্রান্ত জটিলতা এবং অবসরোত্তর সুযোগ-সুবিধার সমস্যাগুলি সরাসরি সমাধানের সুযোগ পাবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কন্ট্রোলার অব ডিফেন্স অ্যাকাউন্টস (সিডিএ)-এর স্পর্শ বিভাগ, জেলা সৈনিক কল্যাণ বোর্ড এবং বিভিন্ন রেকর্ড অফিস-এর কর্মকর্তারা, যারা প্রাক্তন সেনাদের সহায়তা করবেন তাৎক্ষণিকভাবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে এক বৃহৎ স্বাস্থ্য শিবির, যেখানে প্রবীণ সেনা ও তাঁদের পরিবারের জন্য থাকবে চিকিৎসা পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। সেনা সূত্রে জানা গেছে, এই উদ্যোগটি ভারতীয় সেনাবাহিনীর সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে তাঁরা প্রবীণ সেনাদের স্বাস্থ্য, আর্থিক সুরক্ষা ও পুনর্বাসনের দায়িত্বকে অগ্রাধিকার দিচ্ছে।

মাসিমপুর সামরিক স্টেশনের স্টেশন কম্যান্ডার এক বিবৃতিতে বলেন, “আসন্ন প্রাক্তন সেনা সমাবেশ আমাদের প্রবীণ সহযোদ্ধা ও যুদ্ধ-বিধবাদের প্রতি ভারতীয় সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা ও প্রতিশ্রুতির প্রতিফলন। এই অনুষ্ঠান তাঁদের জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেবারত ও অবসরপ্রাপ্ত সেনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।”

বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্রবীণ সেনা ও তাঁদের পরিবার এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সেনা, প্রশাসন ও কল্যাণ সংস্থার যৌথ অংশগ্রহণে এই সমাবেশকে দেখা হচ্ছে এক বাস্তব পদক্ষেপ হিসেবে যা নিশ্চিত করবে, যারা একদিন দেশের জন্য যুদ্ধ করেছেন, তাঁরাও যেন আজ প্রাপ্য সম্মান, যত্ন ও সহায়তা পান।

বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande