
কোচবিহার, ১৫ নভেম্বর (হি.স.): মরা রায়ডাক নদীতে পাথর বোঝাই ডাম্পার-সহ ভেঙে পড়ল সেতু। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের বারোকোদালি এলাকায়।
সেতুটির মাধ্যমে প্রতিবেশী রাজ্য অসমে সহজে যাতায়াত করা যেত বলে খবর। সেতুটি ভেঙে পড়ায় কার্যত অসমের সঙ্গে এই পথে যোগাযোগ এই মুহূর্তে কার্যত থমকে গেল। ওই সেতুটি দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। নতুন সেতু দ্রুত তৈরি করার দাবি তোলা হয়েছে।
শনিবার ভোররাতে ওই সেতুর উপর দিয়ে একটি ডাম্পার যাচ্ছিল। মালবহনকারী ওই গাড়ির ভার নিতে পারেনি সেতুটি। মাঝামাঝি সেতুটি ভেঙে পড়ে। ডাম্পারটি নদীর জলে ভাঙা সেতুর উপর বিপজ্জনকভাবে আটকে থাকে।
বিকট আওয়াজ শুনে নদীর পাড়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। ওই ঘটনা দেখে তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ-প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ওই ডাম্পারের চালক, খালাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত