
শ্রীভূমি (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার জেলা যুগ্ম স্বাস্থ্য-অধিকৰ্তা হিসেবে পদোন্নতি পেলেন ডা. মতীন্দ্র সূত্রধর। আজ শনিবার তিনি শ্রীভূমি জেলার জেলা যুগ্ম স্বাস্থ্য-অধিকৰ্তা পদে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ডা. সুমনা নাইডিঙের স্থলাভিষিক্ত হয়েছেন। ডা. সুমনা নাইডিং হোজাইয়ে বদলি করা হয়েছেন।
গতকাল ১৪ নভেম্বর রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কমিশনার-সচিবের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে ডা. সূত্রধর জেলা যুগ্ম স্বাস্থ্য-অধিকৰ্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন বলে জানানো হয়েছে। জেলা যুগ্ম স্বাস্থ্য-অধিকৰ্তা পদে উন্নীত হওয়ার আগে তিনি শ্রীভূমি জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক ছিলেন। শ্রীভূমি জেলার বর্তমান জেলা যুগ্ম স্বাস্থ্য-অধিকর্তা ডা. সুমনা নাইডিংকে হোজাইয়ে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ডা. মতীন্দ্র সূত্রধর ১৯৯০ সালে মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার ওয়ান হিসেবে বাজারিছড়া সাবসিডিয়ারি হেলথ সেন্টারে চাকরিতে যোগ দিয়েছিলেন। ১৪ বছর সেখানে সুনামের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে সিনিয়র মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বদলি হন তিনি। টানা ১২ বছর সেখানে চিকিৎসা পরিষেবা চালিয়ে যান। ২০১৬ সালে ডেপুটি সুপার হিসেবে পাথারকান্দি মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে যোগ দেন। ২০২৩ সালে শ্রীভূমি জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক হিসেবে পদোন্নতি পান। ডা. মতীন্দ্র সূত্রধরের মূলবাড়ি শ্রীভূমি জেলান্তর্গত বাজারিছড়ায়।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস