অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৭ মাওবাদী
বিজয়ওয়াড়া, ১৯ নভেম্বর (হি.স.): ফের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল ৭ মাওবাদী। মঙ্গলবার মারেদুমিল্লিতে ছয় মাওবাদী নিহত হয়। এর এক দিন পরে বুধবার আশেপাশের এলাকায় অভিযান চালানোর সময়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালা
সেনা-জঙ্গি গুলির লড়াই


বিজয়ওয়াড়া, ১৯ নভেম্বর (হি.স.): ফের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল ৭ মাওবাদী। মঙ্গলবার মারেদুমিল্লিতে ছয় মাওবাদী নিহত হয়। এর এক দিন পরে বুধবার আশেপাশের এলাকায় অভিযান চালানোর সময়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে ৭ জন নিহত হয়। বিজয়ওয়াড়ায় সাংবাদিক বৈঠকে গোয়েন্দা বিভাগের এডিজি মহেশচন্দ্র লাড্ডা জানিয়েছেন, এ দিন নিহত মাওবাদীদের মধ্যে তিন জন মহিলাও রয়েছে।

এদিন এডিজি জানান, বুধবারের এই অভিযান মঙ্গলবারের অভিযানেরই একটি অংশ ছিল। এখনও পর্যন্ত গুলির লড়াইয়ে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে তিনজন মহিলা সদস্যও রয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত একজনের পরিচয় জানতে পেরেছি আমরা। সে মাওবাদী নেতা মেতুরি জোখা রাও ওরফে টেক শংকর। সে অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের এরিয়া কমিটির সদস্য। অস্ত্র তৈরির পাশাপাশি মাওবাদীদের প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করত সে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande