

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি. স.): ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তীতে বুধবার সকালে নয়াদিল্লির শক্তিস্থলে শ্রদ্ধা জানালেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তিনি ১৯১৭ সালে ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। এদিন সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইন্দিরা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত ছিলেন দলের বহু নেতা ও কর্মীও।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, “আজীবন সংগ্রাম, সাহস আর দৃঢ় নেতৃত্বের প্রতীক ইন্দিরা জিকে প্রণাম। তাঁর দূরদর্শী সিদ্ধান্তই ভারতকে আন্তর্জাতিক মহলে আলাদা পরিচিতি দিয়েছে।”
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, “ঠাকুমা আমাকে শিখিয়েছেন দেশের স্বার্থেই সিদ্ধান্ত নিতে হয়। তাঁর সাহস আর দেশপ্রেম অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে আজও শক্তি জোগায়।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য