
নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): “ভারত মাতার অমর যোদ্ধা রানি লক্ষ্মীবাঈয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।” বুধবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী লিখেছেন, “স্বাধীনতার প্রথম যুদ্ধে তাঁর বীরত্বের কাহিনী এখনও আমাদের দেশবাসীকে উৎসাহ ও আবেগে ভরিয়ে দেয়। কৃতজ্ঞ দেশ মাতৃভূমির আত্মসম্মান রক্ষার জন্য তাঁর ত্যাগ এবং সংগ্রাম কখনও ভুলতে পারবে না।”
প্রসঙ্গত, লক্ষ্মীবাঈ (জন্ম: ১৯ নভেম্বর, ১৮২৮ - মৃত্যু: ১৮ জুন ১৮৫৮) ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে রয়েছেন। ‘জাতীয় বীরাঙ্গনা' হিসেবে ব্যাপক পরিচিতি পান। তাঁকে ভারতীয় রমণীদের সাহসী প্রতীক ও প্রতিকল্প হিসেবে চিত্রিত করা হয়েছে। সুভাষ চন্দ্র বসু তাঁর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের প্রথম নারী দলের নামকরণ করেন রানি লক্ষ্মীবাঈকে স্মরণ করে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত