
নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): “রানি লক্ষ্মীবাঈ মাতৃভূমির সুরক্ষাকে তাঁর জীবনের সর্বোচ্চ লক্ষ্য করে তুলেছিলেন।” বুধবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী রানি লক্ষ্মীবাঈ–কে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, তিনি তাঁর দূরদর্শিতা দিয়ে ১৮৫৭ সালের বিপ্লবকে রূপদানে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। তাঁর বীরত্ব, অতুলনীয় সাহসিকতা এবং বীরত্বের মাধ্যমে তিনি কূটনৈতিক এবং যুদ্ধক্ষেত্র উভয় ক্ষেত্রেই ব্রিটিশদের চ্যালেঞ্জ করেছিলেন।
দেশের প্রতিটি নাগরিকের উচিত তাঁর বীরত্বগাথা পড়া এবং মাতৃভূমির প্রতি ত্যাগ ও নিষ্ঠার জন্য তা থেকে অনুপ্রেরণা নেওয়া। কৃতজ্ঞ দেশের পক্ষ থেকে, আমি মহান যোদ্ধা রানি লক্ষ্মীবাঈকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত