
পালামু , ২১ নভেম্বর (হি.স.) : বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার যুবকের দেহ । ঘটনাটি ঘটেছে , শুক্রবার ঝাড়খণ্ডের পালামু জেলার চৈনপুর থানার অন্তর্গত পানেরিবাঁধ গ্রামে। নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে সুদামা ঠাকুর নামে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, যুবকের হত্যা করা হয়েছে। মৃত সুদামা ঠাকুর পাটনের সহদেবা গ্রামের বাসিন্দা, শাহপুরে সেলুন ছিল তার। পানেরিবাঁধ গ্রামে আত্মীয়দের সঙ্গে থাকতেন। পরিবারের অভিযোগ, সুদামা সেলুন থেকে কিছু আনার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু ফিরে আসেনি ।
এক পুলিশ আধিকারিক জানান , এদিন সকালে শ্রমিকরা ট্যাংকিতে দেহ ভেসে থাকতে দেখেন। দেহের সঙ্গে ঘটনাস্থল থেকে একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি আরও জানান , ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য