ধানের অবৈধ মজুত, বাজেয়াপ্ত ৭৮৪ কুইন্টাল ধান
ধামতারি , ২১ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের ধামতারি জেলায় ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়কে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে প্রশাসন কড়া ভূমিকা নিচ্ছে । বিগত এক মাসে অবৈধ ধান মজুত ও পাচারের বিরুদ্ধে টানা অভিযানে মোট ১৭টি মামলা দায়ের করা হয়েছে এবং বাজেয়াপ্
ধানের অবৈধ মজুত;বাজেয়াপ্ত ৭৮৪ কুইন্টাল ধান


ধামতারি , ২১ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের ধামতারি জেলায় ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়কে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে প্রশাসন কড়া ভূমিকা নিচ্ছে । বিগত এক মাসে অবৈধ ধান মজুত ও পাচারের বিরুদ্ধে টানা অভিযানে মোট ১৭টি মামলা দায়ের করা হয়েছে এবং বাজেয়াপ্ত হয়েছে ৭৮৪ কুইন্টাল ধান। বাজেয়াপ্ত করা ধানের বাজারমূল্য আনুমানিক প্রায় ১৬ লক্ষ ৫৪ হাজার টাকা বলে জানা গেছে প্রশাসন সূত্রে।

শুক্রবার প্রশাসন সূত্রে জানা গেছে , কয়েক সপ্তাহ ধরেই তথ্য মিলছিল কিছু কৃষকদের নামে ধান সংগ্রহ করে তা বিক্রির চেষ্টা চালাচ্ছে হচ্ছে । অভিযোগ খতিয়ে দেখে জেলা শাসকের নির্দেশে রাজস্ব, কৃষি, খাদ্য, সহকারিতা ও কৃষি উৎপাদন বাজার বিভাগের আধিকারিকদের নিয়ে একটি দল তৈরি হয়। ১৭ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে দলটি ১৭টি মামলা দায়ের করে। ধানগুলি নিরাপদে সংরক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। প্রশাসনের টহল বাড়ায় জেলায় অসাধুদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এদিন প্রশাসনের তরফে জানানো হয়েছে , কৃষকের স্বার্থ রক্ষা ও ধান ক্রয়কে সম্পূর্ণ স্বচ্ছ রাখতে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande