গ্রামীণ বাংলায় স্বচ্ছতা পরিষেবায় রাজ্যস্তরে সমন্বয় কর্মশালা
কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : গ্রাম বাংলাতে স্বচ্ছতা পরিষেবায় স্বচ্ছ সবুজে আনন্দধারা - রাজ্যস্তরে এক সমন্বয় কর্মশালা সম্পন্ন হয়েছে। জলের সদ্ব্যবহার, শৌচাগার বিধি ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিতেই এমনতর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব বাংলা ম
বীশব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের কর্মশালা


কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : গ্রাম বাংলাতে স্বচ্ছতা পরিষেবায় স্বচ্ছ সবুজে আনন্দধারা - রাজ্যস্তরে এক সমন্বয় কর্মশালা সম্পন্ন হয়েছে। জলের সদ্ব্যবহার, শৌচাগার বিধি ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিতেই এমনতর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুক্রবার এক কর্মশালায় বিশেষজ্ঞ থেকে শুরু করে উন্নয়নের কর্মকান্ড জড়িতদের মধ্যে থেকে ভারপ্রাপ্ত আধিকারিকরা মত বিনিময় করেন। আয়োজনে ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেল রুরাল লাইভলিহুড মিশন ও ওয়াটার ফর পিপল ইন্ডিয়া এদিন যৌথভাবে তা পালন করেছে। এই মুহূর্তে পাঁচটি জেলাতে তাদের উদ্যোগে কর্মকান্ড চলছে - বীরভূম, হাওড়া, ঝাড়গ্রাম ও দক্ষিণ এবং উত্তর ২৪ পরগণা জেলাতে একযোগে ১৫ টি ব্লকে। এতে বেশ সাড়াও মিলেছে। আগামীদিনে দুই জেলা মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরকে নতুনভাবে যুক্ত করা হতে চলেছে। এদিনের অনুষ্ঠানে তা ঘোষণা করা হয়েছে। আজকের সভায় বক্তব্য রাখেন, ওয়াকিল আহমেদ, বিশ্বদীপ শোষ, সুদীপ সরকার, পীযূষ গোস্বামী, সুজাতা ত্রিপাঠী, শালিনী গুপ্তা ও সব্যসাচী মিত্র। উল্লেখ্য, ২৩ জেলা থেকেই এদিনের অনুষ্ঠানে প্রতিনিধিরা যথারীতি উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande