কার্তিক দীপোৎসব উপলক্ষে অতিরিক্ত বাস
চেন্নাই, ২৫ নভেম্বর(হি.স.): তামিলনাড়ুতে কার্তিক দীপোৎসব উপলক্ষে তিরুবন্নামলাই যাতায়াতকারী যাত্রীদের সুবিধার জন্য বিশেষ বিলাসবহুল বাস পরিষেবা চালুর ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্য এক্সপ্রেস ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসইটিসি
কার্তিক দীপোৎসবকে কেন্দ্র করে তিরুবন্নামলাইমুখী অতিরিক্ত বিলাসবহুল বাস, যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা


চেন্নাই, ২৫ নভেম্বর(হি.স.): তামিলনাড়ুতে কার্তিক দীপোৎসব উপলক্ষে তিরুবন্নামলাই যাতায়াতকারী যাত্রীদের সুবিধার জন্য বিশেষ বিলাসবহুল বাস পরিষেবা চালুর ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্য এক্সপ্রেস ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসইটিসি ) জানিয়েছে, দীপোৎসবে ভিড় সামলাতে নানান শহর থেকে অতিরিক্ত বিলাসবহুল বাস চলবে।

এসইটিসি ৩ ও ৪ ডিসেম্বর চেন্নাই-তিরুবন্নামলাই রুটে ১৬০টি বিলাসবহুল ও স্লিপার এসি বাস চালাবে। ২ ও ৩ ডিসেম্বর নাগেরকয়েল, তিরুনেলভেলি, থুথুকুডি, সেনগোত্তাই, মাদুরাই এবং কোয়েম্বাটুর থেকেও বিলাসবহুল ও স্লিপার এসি বাস ছাড়বে।

মোট ২০০–র বেশি এক্সপ্রেস বাস চলবে বলে পরিবহন সংস্থা জানিয়েছে। বিশেষ বাসের টিকিট বুকিং করা যাবে www.tnstc.in–এ অথবা TNSTC মোবাইল অ্যাপে।

এসইটিসি বিভিন্ন অঞ্চলের হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে ,

মাদুরাই : 9445014426

তিরুনেলভেলি: 9445014428

নাগেরকয়েল: 9445014432

থুথুকুডি: 9445014430

কোয়েম্বাটুর : 9445014435

চেন্নাই প্রধান দফতর: 9445014463 / 9445014424

প্রসঙ্গত , কার্তিক দীপোৎসবে রাজ্যজুড়ে ঘরে-ঘরে ও মন্দিরে অসংখ্য মাটির প্রদীপ জ্বলে ওঠে। ভক্তরা কোলাম আঁকেন, আমপাতার তোরণে সাজে ঘর। উৎসবের কেন্দ্রবিন্দু তিরুবন্নামলাইয়ের মহাদীপম।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande