
শিলচর (অসম), ২৫ নভেম্বর (হি.স.) : সদরঘাট ও আশপাশ এলাকার যে সব রাস্তার পাশে পথবিক্রেতারা এখনও শিলচর পৌর নিগমের জোন–১৩-এর ভেন্ডিং আইডি–র জন্য আবেদন করেননি, তাঁদের স্বার্থে শিলচর পৌর নিগম একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুয়ায়ী আগামী ১ ডিসেম্বর (২০২৫)-এর মধ্যে শিলচর পৌর নিগমের কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করলে ভবিষ্যতে ভেন্ডিং আইডি প্রক্রিয়ায় অসুবিধার সম্মুখীন হতে হতে পারে বলে নিগম সূত্রে জানানো হয়েছে।
নিগম আরও জানিয়েছে, পিএমএসভিএএনআইডিএইচআই-র সুবিধাভোগী পথবিক্রেতারা আবেদন প্রক্রিয়ায় প্রথম অগ্রাধিকার পাবেন। তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে, স্বচ্ছতা বজায় রাখতে লটারি পদ্ধতিতে ভেন্ডিং আইডি অনুমোদন দেওয়া হবে।
পথবিক্রেতাদের ব্যবসা পরিচালনাকে আইনি ও সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার লক্ষ্যে শিলচর পৌর নিগমের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে বলে আজ মঙ্গলবার বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস