বৃহস্পতিবার শ্রীভূমিতে ভোকেশনাল গাইডেন্স ও ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি
শ্রীভূমি (অসম), ২৫ নভেম্বর (হি.স.) : রাজ্যের দক্ষতা, নিয়োগ ও উদ্যোক্তা বিভাগ এবং নিয়োগ ও কারিগর প্রশিক্ষণ অধিকরণের অধীনস্থ শ্রীভূমি জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীভূমি শহরে এক দিবসীয় বৃত্তিমূলক নির্দেশনা সহ
বৃহস্পতিবার শ্রীভূমিতে ভোকেশনাল গাইডেন্স ও ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি


শ্রীভূমি (অসম), ২৫ নভেম্বর (হি.স.) : রাজ্যের দক্ষতা, নিয়োগ ও উদ্যোক্তা বিভাগ এবং নিয়োগ ও কারিগর প্রশিক্ষণ অধিকরণের অধীনস্থ শ্রীভূমি জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীভূমি শহরে এক দিবসীয় বৃত্তিমূলক নির্দেশনা সহ কর্মজীবন পরামর্শ বা ভোকেশনাল গাইডেন্স কাম ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শ্রীভূমি শহরে অবস্থিত ভিকমচাঁদ বালিকা বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডার স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

শ্রীভূমি জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের ভারপ্রাপ্ত এমপ্লয়মেন্ট অফিসার জানিয়েছেন, শ্রীভূমি জেলার যুবাদের মধ্যে ক্যারিয়ার পছন্দ, দক্ষতা উন্নয়ন এবং পেশাদার বৃদ্ধির বিষয়ে মূল্যবান অন্তর্দৃষ্টি এবং নির্দেশনা প্রদান করতে ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে যোগ্য যুবাদের অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত এমপ্লয়মেন্ট অফিসার।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande