“আমাকে আঘাত করলে সারা ভারত হেলিয়ে দেব”, হুঁশিয়ারি মমতার
উত্তর ২৪ পরগনা, ২৫ নভেম্বর, (হি.স.): “আমাকে আঘাত করলে সারা ভারত হেলিয়ে দেব। ইলেকশনের পর দেশে দেশে ঘুরে মানুষের সঙ্গে কথা বলব।” মঙ্গলবার বনগাঁয় এভাবে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে রাজ্যজুড়ে যখন উদ্বেগ চরমে, সেসময় এদ
“আমাকে আঘাত করলে সারা ভারত হেলিয়ে দেব”, হুঁশিয়ারি মমতার


উত্তর ২৪ পরগনা, ২৫ নভেম্বর, (হি.স.): “আমাকে আঘাত করলে সারা ভারত হেলিয়ে দেব। ইলেকশনের পর দেশে দেশে ঘুরে মানুষের সঙ্গে কথা বলব।” মঙ্গলবার বনগাঁয় এভাবে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসআইআর নিয়ে রাজ্যজুড়ে যখন উদ্বেগ চরমে, সেসময় এদিন তিনি অভিযোগ করলেন, কেন্দ্র বরাবরই বাংলাকে দোষী করার চেষ্টা করছে। অথচ প্রশ্ন থাকছে, “সীমান্ত কে সামলায়? বিমানবন্দর কার অধীনে? পাসপোর্ট–কাস্টমস কার নিয়ন্ত্রণে? তাহলে বাংলাকে কেন দোষ দেন?”

খানিক থেমে জবাবও দিয়েছেন, “বাংলা বিদ্বেষী বলেই বাংলাকে ভাতে মারতে চায় ওরা।” সভা শেষে বনগাঁর মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “আবার দেখা হবে। আমি আপনাদের পাহারাদার—দিল্লির নেতাদের মতো জমিদার নই।”

মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এইবার বিজেপির নিজস্ব ভোটরাও তৃণমূলকে ভোট দেবেন, কারণ মানুষের ওপর যে হয়রানি চলছে তা কেউ মানবে না। আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “তোমাদের ভোটাররাই আমাকে ভোট দিয়ে জিতিয়ে দেবে। গুজরাটে আগামী ভোটে বিজেপি হারবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande