আমরা এসআইআর-এর বিরোধিতা করিনি, দাবি মমতার, কটাক্ষ কমিশনকে
উত্তর ২৪ পরগনা, ২৫ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গ সরকার এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর বিরোধিতা করেনি বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেন নির্বাচন কমিশনকে। কমিশনের উদ্দেশে বলেন, “কার কথা শুনে এত তাড়াহুড়ো শুরু করলেন? আর কত
আমরা এসআইআর-এর বিরোধিতা করিনি, দাবি মমতার, কটাক্ষ কমিশনকে


উত্তর ২৪ পরগনা, ২৫ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গ সরকার এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর বিরোধিতা করেনি বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেন নির্বাচন কমিশনকে। কমিশনের উদ্দেশে বলেন, “কার কথা শুনে এত তাড়াহুড়ো শুরু করলেন? আর কত বলিদান দিতে হবে মানুষের?”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, “এসআইআর হোক, আপত্তি নেই। কিন্তু ভোটের মুখে হঠাৎ এত তাড়াহুড়ো কেন? ২–৩ বছরের কাজকে ২–৩ মাসে নামিয়ে আনার চেষ্টা চলছে। এতে প্রকৃত ভোটারদের নাম বাদ গিয়ে ডাম্প লিস্টে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে।”

তাঁর দাবি, ধান কাটার মরসুমে কৃষকদের সময় নেই, অথচ তাদের ওপর বাড়তি চাপ পড়ছে। শুধু সাধারণ মানুষ নন, বিএলও-দেরও “নাভিশ্বাস অবস্থা”।

কটাক্ষ করে তৃণমূল নেত্রীর তোপ, “এক মুখে দু'রকম কথা বলছেন! স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ২০২৪-এর আগে যারা এসেছে তাদের তাড়ানো হবে না। আবার কমিশন ২০০২ সালের লিস্ট মানতে বলছে। কোনটা ঠিক?”

সতর্কতার পাশাপাশি রাজনৈতিক বার্তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ইলেকশন এলেই তৃণমূলকে ইডির নোটিস, আর আপনারা যে জোচ্চুরি করে চলেছেন তার বেলা?

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande