হিমাচলে শৈত্যপ্রবাহ, ঠাণ্ডায় কাঁপছে লাহৌল-স্পিতি
শিমলা, ২৫ নভেম্বর (হি.স.) : নভেম্বর জুড়েই প্রায় শুষ্ক আবহাওয়া হিমাচলে। রাজ্যর কিছু জায়গা কার্যত ঠান্ডায় জমে গিয়েছে । লাহৌল-স্পিতি ও কিন্নৌর জেলার বহু এলাকায় পারদ শূন্যে। মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে বৃষ্টি-তুষা
হিমাচলে জমে গেছে শীত, শূন্যের নীচে পারদ


শিমলা, ২৫ নভেম্বর (হি.স.) : নভেম্বর জুড়েই প্রায় শুষ্ক আবহাওয়া হিমাচলে। রাজ্যর কিছু জায়গা কার্যত ঠান্ডায় জমে গিয়েছে । লাহৌল-স্পিতি ও কিন্নৌর জেলার বহু এলাকায় পারদ শূন্যে। মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে বৃষ্টি-তুষারপাতের কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া পুরোপুরি শুষ্কই থাকবে।

জানা গেছে , রাজ্যে সবচেয়ে ঠান্ডা পড়েছে লাহৌল-স্পিতির তাবোতে, সেখানে তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস। কুকুমসেরিতে –৪.৩ ডিগ্রি সেলসিয়াস, আর কিন্নৌরের কল্পায় মাইনাস ০.৯ ডিগ্রি সেলসিয়াস। শিমলায় ন্যূনতম ৬.২ ডিগ্রি সেলসিয়াস, মানালিতে ১.১ ডিগ্রি সেলসিয়াস, কুফরিতে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস, নরকাণ্ডায় ১.৮ ডিগ্রি সেলসিয়াস। সব জায়গাতেই তীব্র শীত। মঙ্গলবার সকালে হিমাচলের বহু জায়গায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande