
আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.) : শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে ‘রাইড ফর ইউনিটি, রাইড ফর মার্টিয়ার্স’ শীর্ষক সাইক্লিং অভিযানের সূচনা হল রাজধানী আগরতলায়। মঙ্গলবার সেক্টর ২১ আসাম রাইফেলস সদর দফতরে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে অভিযানের উদ্বোধন করেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আসাম রাইফেলসের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “জাতির নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক এমন এক বাহিনীর এই মহৎ উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই ধরনের কর্মসূচি সাহস, সংহতি এবং দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করে।”
আসাম রাইফেলসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাইক্লিং অভিযানের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্য ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করা এই আয়োজনের প্রধান লক্ষ্য।
‘উত্তর-পূর্বের সেনা’ নামে পরিচিত আসাম রাইফেলস শুধু নিরাপত্তার ক্ষেত্রেই নয়, বরং সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ