
আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.) : খেলো ত্রিপুরা প্যারা গেমস আয়োজনে প্রস্তুতি চূড়ান্ত করতে মঙ্গলবার উজান অভয়নগরে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের কনফারেন্স হলে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দিব্যাঙ্গজনদের প্রতিভা বিকাশ, উৎসাহ এবং সামাজিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করতেই এই রাজ্যস্তরের ক্রীড়া উৎসবের আয়োজন করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব তথা অধিকর্তা তপন কুমার দাস, যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের অধিকর্তা এল. ডার্লং, সেকেন্ডারি এডুকেশনের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা ছাড়াও গ্রামোন্নয়ন, পূর্ত, তথ্য ও সংস্কৃতি, উচ্চ শিক্ষা, তপশিলিজাতি উন্নয়ন নিগম, টিআরএলএম, কম্পোজিট রিজিওন্যাল সেন্টারসহ বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিক ও বিভিন্ন হোমের সুপারিনটেনডেন্টরা।
বৈঠকে আলোচনার সূচনা করে তপন কুমার দাস জানান, আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর বাধারঘাটস্থিত দশরথ দেব স্মৃতি স্টেডিয়ামে দু’দিনব্যাপী রাজ্যভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তিনি বলেন, এর আগে ৩ ডিসেম্বর রাজ্যের ৮ জেলায় একযোগে জেলা ভিত্তিক প্যারা গেমস আয়োজন করা হবে, যেখানে অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্ট থাকবে। প্রতিটি জেলা থেকে প্রথম তিন বিজয়ী অংশ নেবেন রাজ্যস্তরের মূল প্রতিযোগিতায়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দফতর যৌথভাবে এই আয়োজন করছে।
রাজ্যভিত্তিক প্রতিযোগিতা উপলক্ষে স্টেডিয়াম প্রাঙ্গণে গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে বিভিন্ন প্রদর্শনী স্টল খোলা হবে। এসব স্টলে থাকবে অঙ্কন প্রতিযোগিতার নির্বাচিত শিল্পকর্ম, বাঁশবেত শিল্প, হস্তশিল্প, কাপড় বুনন, স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রী, হস্ততাঁত ও এনজিও–র প্রদর্শনী। দিব্যাঙ্গজনদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও সুবিধা সম্পর্কিত তথ্যও তুলে ধরা হবে।
এবারের খেলো ত্রিপুরা প্যারা গেমসে দিব্যাঙ্গ প্রতিযোগীরা শটপাট, টাগ অব ওয়ার, ৫০ মিটার দৌড়, ব্লাইন্ড ক্রিকেট, রিং থ্রো, মিউজিক্যাল চেয়ার, লং জাম্প, দাবা, হুইলচেয়ার রেস, ক্যারম, সাঁতার, স্টেন্ডিং বোর্ড জাম্প, বুসি, আবৃত্তি সহ নানা ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ