সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাংসদ রাজীব ভট্টাচার্য
আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.) : বুকে ব্যথার কারণে চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার তিনি আগরতলার একটি বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পান। নিজের সুস্থতা সম্প
সাংসদ রাজীব ভট্টাচার্য


আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.) : বুকে ব্যথার কারণে চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার তিনি আগরতলার একটি বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পান।

নিজের সুস্থতা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “ঈশ্বরের অসীম কৃপা, দলীয় কর্মী ও রাজ্যের জনগণের ভালোবাসা-আশীর্বাদ এবং চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টার ফলেই আমি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে থেকেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ।”

ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপাতত তাঁকে হোম আইসোলেশনে থাকতে হবে বলেও জানান ভট্টাচার্য। তিনি বলেন, “এই মুহূর্তে কারও সাথে দেখা করা সম্ভব নয়। এর জন্য আগাম ক্ষমা চাইছি।”

গত সপ্তাহে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ধমনীতে ব্লকেজ দূরীকরণের জন্য তাঁর স্টেন্ট বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

অস্ত্রোপচারের পর তাঁর স্বাস্থ্য পরিস্থিতি জানার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা হাসপাতালে গিয়েছিলেন। রাজীব ভট্টাচার্যের সুস্থতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন দলের কর্মী-সমর্থকরা। তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর পুনরায় জনসেবামূলক কাজে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande