রোমান লিপির দাবিতে আগরতলায় টিএসএফ-এর গণঅবস্থান
আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.) : ককবরক ভাষার জন্য রোমান লিপির সরকারি স্বীকৃতির দাবিতে মঙ্গলবার রাজধানী আগরতলার সার্কিট হাউস এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হল তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)। বিক্ষোভস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিএসএফ নেতা জন দ
সার্কিট হাউস এলাকায় কঠোর নিরাপত্তা


আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.) : ককবরক ভাষার জন্য রোমান লিপির সরকারি স্বীকৃতির দাবিতে মঙ্গলবার রাজধানী আগরতলার সার্কিট হাউস এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হল তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)।

বিক্ষোভস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিএসএফ নেতা জন দেববর্মা বলেন, ককবরক যেহেতু ত্রিপুরার আদিবাসীরা দৈনন্দিন ভাষা হিসেবে ব্যবহার করেন, তাই কোন লিপি ব্যবহৃত হবে সে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাদেরই। তিনি জানান, মুখ্যমন্ত্রী ও একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক, স্মারকলিপি প্রদান এবং পূর্ববর্তী আন্দোলন—সবকিছু সত্ত্বেও সরকার এখনও পর্যন্ত কোনও ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি।

জন দেববর্মার বক্তব্য, “আমরা বহুদিন ধরে রোমান লিপির দাবি জানিয়ে আসছি। আমাদের ভাষার লিপি নির্ধারণের অধিকার আমাদের হাতেই থাকা উচিত। তাই ককবরকে পাঠ্যপুস্তক ও প্রশ্নপত্র রোমান লিপিতে প্রকাশের দাবি আমরা পুনরায় স্পষ্ট করছি।”

টিএসএফ প্রতিনিধিরা সতর্ক করেছেন, সরকার দ্রুত তাদের দাবিতে সাড়া না দিলে আন্দোলন আরও তীব্র করা হবে। তাদের অভিযোগ, বিষয়টি দীর্ঘসূত্রিতার শিকার হওয়ায় আদিবাসী সমাজের মধ্যে ক্ষোভ বাড়ছে।

উল্লেখ্য, ত্রিপুরায় ককবরকে রোমান লিপিকরণ ইস্যু দীর্ঘদিনের। ছাত্র সংগঠন ও বিভিন্ন আদিবাসী গোষ্ঠী শিক্ষার সুবিধা এবং বৃহত্তর স্বীকৃতির লক্ষ্যে এই দাবি জানিয়ে আসছে। মঙ্গলবারের গণঅবস্থান সেই দাবিকেই নতুন করে জোরালো করল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande