দেশজুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযানের আওতায় শুক্রবার সচেতনতা শিবির হুগলিতে
কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : কর্মী, জনঅভিযোগ নিষ্পত্তি এবং পেনশন মন্ত্রকের আওতাধীন পেনশন ও পেনশন গ্রহীতাদের কল্যাণ দফতরের উদ্যোগে সারা দেশে ১-৩০ নভেম্বর ডিজিটাল লাইফ সার্টিফিকেট (ডিএলসি) অভিযান ৪.০-এর আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য পেনশন গ্রহীতাদের ডিজ
দেশজুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযানের আওতায় শুক্রবার সচেতনতা শিবির হুগলিতে


কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : কর্মী, জনঅভিযোগ নিষ্পত্তি এবং পেনশন মন্ত্রকের আওতাধীন পেনশন ও পেনশন গ্রহীতাদের কল্যাণ দফতরের উদ্যোগে সারা দেশে ১-৩০ নভেম্বর ডিজিটাল লাইফ সার্টিফিকেট (ডিএলসি) অভিযান ৪.০-এর আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য পেনশন গ্রহীতাদের ডিজিটাল পন্থাপদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল করে তুলে ডিজিটাল লাইফ সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে আরও আগ্রহী করে তোলা। এই কর্মসূচি ডিজিটাল ইন্ডিয়া এবং ইজ অফ লিভিং উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, ২ হাজারেরও বেশি শহরে এই অভিযানের আওতায় সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। ২ কোটি পেনশনগ্রহীতাকে কর্মসূচিটির আওতায় নিয়ে আসার লক্ষ্য রয়েছে সরকারের। এক্ষেত্রে আধার-ভিত্তিক মুখাবয়ব যাচাই প্রযুক্তির ব্যবহার করা হবে। লক্ষ্য হলো জৈবমাত্রিক সরঞ্জাম ব্যবহার না করেও যাতে পেনশন গ্রহীতারা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন তা নিশ্চিত করা। অধিক প্রবীণ এবং ভিন্নভাবে সক্ষমদের দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। ভারতীয় ডাক পেমেন্টস ব্যাঙ্ক এই লক্ষ্যে বাড়িতে বাড়িতে গিয়ে ডিএলসি পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ নভেম্বর, ২০২৪ তার মন কি বাত অনুষ্ঠানে এবং ২৬ নভেম্বর, ২০২৪ সংবিধান দিবসের ভাষণে বলেছিলেন, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির আওতায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রক্রিয়া প্রবীণ নাগরিকদের পেনশনের ক্ষেত্রে আবশ্যিক লাইফ সার্টিফিকেট জোগাড় কাজ অনেক সহজ করে দিয়েছে।

দেশজুড়ে প্রচারাভিযানের অঙ্গ হিসেবে ০৭/১১/২০২৫ তারিখে হুগলিতে ডিএলসি শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে আন্ডার সেক্রেটরি সামিন আনসারি ডিএলসি পরিষেবার আওতায় থাকা পেনশন গ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্ক, ভারতীয় ডাক পেমেন্টস ব্যাঙ্ক, ইউআইডিএআই, এনআইসি এবং স্থানীয় পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে সমন্বয় বিষয়টিও খতিয়ে দেখবেন তিনি। উল্লেখ্য, এনআইসি-র ডিএলসি পোর্টালের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরির প্রক্রিয়ার উপর তাৎক্ষণিক ভিত্তিতে নজর রাখা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande