দাসপুরে উদ্ধার দু’মুখো পদ্ম গোখরো, বিরল সাপ দেখতে ভিড় গ্রামবাসীদের
দাসপুর,৩ নভেম্বর ( হি. স.) : আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরের দাসপুর। মঙ্গলবার চাঁদপুর প্রাইমারি স্কুলের পাশ থেকে উদ্ধার হয়েছে এক বিরল প্রজাতির দু’মুখো পদ্ম গোখরোর বাচ্চা। একই শরীরে দুটি মাথা, দুটি জিভ এবং মাথার ওপর পদ্ম আকৃতির দাগ—
জোড়া মাথার সাপ


দাসপুর,৩ নভেম্বর ( হি. স.) : আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরের দাসপুর। মঙ্গলবার চাঁদপুর প্রাইমারি স্কুলের পাশ থেকে উদ্ধার হয়েছে এক বিরল প্রজাতির দু’মুখো পদ্ম গোখরোর বাচ্চা। একই শরীরে দুটি মাথা, দুটি জিভ এবং মাথার ওপর পদ্ম আকৃতির দাগ— এমন সাপ আগে কেউ দেখেননি বলেই জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুর থানার চাঁদপুর গ্রামের বাসিন্দা বরুণ সিনহার বাড়ির কাছে এই সাপটি দেখা যায়। পরে সর্প বিশারদ এসে সাপটিকে উদ্ধার করেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সাপ দেখতে ভিড় জমে শতাধিক মানুষের।

সর্প বিশেষজ্ঞের মতে, এটি এক বিরল প্রজাতির পদ্ম গোখরো যাকে স্থানীয়ভাবে ‘গেঁড়িভাঙা’ নামেও ডাকা হয়। সাধারণত এই প্রজাতির সাপ এক মাথা বিশিষ্ট হলেও, দু’মুখো সাপের অস্তিত্ব অত্যন্ত বিরল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুরে । এলাকাবাসীর ভাষায়, “এমন দৃশ্য জীবনে দেখিনি!” — এক শরীরে দুটি মাথা, দুটি জিভ, দু’টো পদ্মচিহ্ন — সব মিলিয়ে বিরল এই সাপ এখন দাসপুরবাসীর কৌতূহলের কেন্দ্রবিন্দু।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande