মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কর্মীর
মালদা, ৩ নভেম্বর ( হি. স.) : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে। বেসরকারি একটি মিনি বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃ
পথ দুর্ঘটনায় মৃত্যু


মালদা, ৩ নভেম্বর ( হি. স.) : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে। বেসরকারি একটি মিনি বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায় পুলিশ। পরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ও মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ মামুল হক (৩৮)। বাড়ি মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের চরকতলা এলাকায়। তাঁর মোথাবাড়িতে একটি গ্রিলের কারখানা ছিল এবং তিনি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী ও মোথাবাড়ি এজিএস হাই মাদ্রাসার পরিচালন কমিটির সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে মোটরবাইকে মালদা শহরের দিকে আসার সময় গাবগাছি এলাকায় একটি মিনি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান মামুল। পিছন থেকে বাসটি ধাক্কা মারলে তিনি রাস্তায় পড়ে যান এবং চাকা মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পলাতক। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃতের পরিবারকে সবরকম সাহায্য করা হবে।” মৃতের স্ত্রী ও দুই নাবালক সন্তান রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande