আগরতলায় শিববাড়ি পুকুর সংস্কার পরিদর্শনে মেয়র দীপক
আগরতলা, ৪ নভেম্বর (হি.স.) : আগরতলা পুর নিগম (এএমসি) শহরের পরিত্যক্ত জলাশয়গুলিকে পুনরুজ্জীবিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার সেন্ট্রাল রোডে অবস্থিত শিববাড়ি পুকুরের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা করেন মেয়র দীপক মজুমদার।
পুকুর পরিদর্শন করলেন মেয়র


আগরতলা, ৪ নভেম্বর (হি.স.) : আগরতলা পুর নিগম (এএমসি) শহরের পরিত্যক্ত জলাশয়গুলিকে পুনরুজ্জীবিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার সেন্ট্রাল রোডে অবস্থিত শিববাড়ি পুকুরের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা করেন মেয়র দীপক মজুমদার।

মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন এএমসি কমিশনার ডি. কে. চাকমা, সেন্ট্রাল জোন চেয়ারপার্সন রত্না দত্ত এবং নিগমের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে মেয়র জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নির্দেশনা ও আগ্রহেই শহরের বিভিন্ন জলাশয় সংস্কারের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি দ্রুত ও গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।

প্রায় ২.৫ কোটি টাকার ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে শিববাড়ি পুকুরে পাকা ঘাট, বসার জায়গা, সিঁড়ি ও সুষ্ঠু প্রবেশপথ তৈরি করা হবে। পাশাপাশি জল পরিশোধনের মাধ্যমে পুকুরটিকে নিরাপদ ও পরিবেশবান্ধব করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে।

মেয়র আরও জানান, আগরতলা জুড়ে একাধিক পরিত্যক্ত জলাশয়কে সৌন্দর্যবর্ধন ও নাগরিক ব্যবহারের উপযোগী করে তুলতে একই ধরনের প্রকল্প হাতে নিয়েছে পুর নিগম।

এই উদ্যোগ শহরের নান্দনিকতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের জন্য বিনোদন ও সামাজিক সম্প্রীতির নতুন পরিসর তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande