আপডেট...হাফলং উপ-কারাগার থেকে ফেরার প্রাক্তন ডিএনএলটি ক্যাডার বেতসিং জিডুং
হাফলং (অসম), ৫ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলা সদরে অবস্থিত হাফলং উপ-কারাগার থেকে পালিয়েছে উগ্ৰপন্থী সংগঠন ‘ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার (ডিএনএলটি)-এর প্রাক্তন সক্রিয় ক্যাডার বেতসিং জিডুং ওরফে জন ডিমাসা জিডুং ওরফে মাস্টার। ঘটনা আজ বুধবার দুপু
ডিএনএলটি-র প্রাক্তন সক্রিয় ক্যাডার বেতসিং জিডুং


হাফলং (অসম), ৫ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলা সদরে অবস্থিত হাফলং উপ-কারাগার থেকে পালিয়েছে উগ্ৰপন্থী সংগঠন ‘ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার (ডিএনএলটি)-এর প্রাক্তন সক্রিয় ক্যাডার বেতসিং জিডুং ওরফে জন ডিমাসা জিডুং ওরফে মাস্টার। ঘটনা আজ বুধবার দুপুর প্রায় ১২টায় সংগঠিত হয়েছে।

ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুক আহমেদ জানিয়েছেন, একটি ধর্ষণ-মামলায় কারাগারে সাজা ভোগ করছিল বেতসিং জিদুং। জানা গিয়েছে, বেতসিং জিডুং ২০১৪ সাল থেকে ইউপিএলএফ জঙ্গি সংগঠনের সদস্য ছিল। কিন্তু ২০১৬ সালে ইউপিএলএফ-এর সব সদস্য আত্মসমর্পণ করার পর ২০১৯ সালে বেতসিং ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-তে যোগদান করে।

তারপর ২০২২ সালে ডিএনএলএ জঙ্গি সংগঠন আত্মসমর্পণ করে জাতীয় জীবনের মূলস্রোতে ঘুরে আসার পর সে আবার ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার নামের জঙ্গি সংগঠনে যোগদান করে। তবে বর্তমানে ডিমাসা লিবারেশন টাইগার নামের জঙ্গি সংগঠনের কোনও অস্তিত্ব নেই।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুক আহমেদ জানান, আজ (বুধবার) বেতসিংকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাফলং সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাফলং সিভিল হাসপাতাল থেকে তার স্বাস্থ্য পরীক্ষা করে পুনরায় উপ-কারাগারে নিয়ে আসার পর ফোন করার বাহনায় কারাগারের গেট থেকে পালিয়ে গেছে বেতসিং।

তিনি জানিয়েছেন, পলাতক কয়েদিকে ধরতে হাফলঙের সমস্ত সীমান্ত এলাকা সিল করে ব্যাপক তালাশি অভিযান শুরু করেছে জেলা পুলিশ। জঙ্গল এলাকা সহ সম্ভাব্য সমস্ত জায়গায় নাকাপয়েন্ট গড়ে চিরুনি তালাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পলাতক প্রাক্তন জঙ্গি সদস্য বেতসিং জিডুংয়ের কোনও সন্ধান পায়নি পুলিশ।

উল্লেখ্য, হাফলং উপ-কারাগার থেকে কয়েদি-পালানোর ঘটনা এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকজন কয়েদি হাফলং উপ-কারাগার থেকে পালিয়েছে। তার পরও হাফলং উপ-কারাগার কর্তৃপক্ষ শিক্ষা নেয়নি, তারই প্রমাণ মিলেছে আজ হাফলং উপ-কারাগার থেকে বেতসিং জিডুঙের মতো সাজাপ্রাপ্ত প্রাক্তন জঙ্গির।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande