
আগরতলা, ৫ নভেম্বর (হি.স.) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বর্ষব্যাপী অনুষ্ঠান পালিত হবে। আগামী ৭ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী বছর ৭ নভেম্বর পর্যন্ত চার পর্যায়ে এই অনুষ্ঠান চলবে। রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সচিবালয় প্রাঙ্গণে, যেখানে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশব্যাপী এই উদযাপন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি দেশমাতৃকার বন্দনার এক অমর মন্ত্র, যা স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছিল।”
ত্রিপুরায় প্রথম পর্যায়ের অনুষ্ঠান চলবে ৭ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, পুর নিগম ও পুর পরিষদে একযোগে অনুষ্ঠান হবে। বিভিন্ন জেলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা।
পর্যটনমন্ত্রী আরও জানান, দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান হবে আগামী বছর ১৯–২৬ জানুয়ারি, তৃতীয় পর্যায় ৭–১৫ আগস্ট এবং সমাপ্তি অনুষ্ঠান ১–৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। বর্ষব্যাপী এই কর্মসূচিতে স্কুল-কলেজ পর্যায়ে প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার তৈরি, বৃক্ষরোপণ, যুব ম্যারাথন, পুলিশ ব্যান্ডের দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন ও প্রদর্শনীর আয়োজন থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ