
হাফলং (অসম), ৫ নভেম্বর (হি.স.) : চাবুয়ার বিধায়ক পোনাকান বরুয়ার নেতৃত্বে রাজ্য বিধানসভার আইন বিষয়ক কমিটি ডিমা হাসাও জেলায় এসে হাফলং এবং সংলগ্ন এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজকর্ম পরিদর্শন করেছে। পাশাপাশি উন্নয়নমূলক কাজগুলির সফল বাস্তবায়ন এবং ভূমিস্তরের প্রভাব মূল্যায়ন করেছেন কমিটির সদস্যরা।
কমিটির চেয়ারম্যান পোনাকান বরুয়ার সঙ্গে এসেছেন সদস্য খুমটাইয়ের বিধায়ক মৃণাল শইকিয়া, কাঠলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, যুগ্ম-সচিব সমীর দাস, আন্ডার সেক্রেটারি রিনেলিন এস মোমিন।
আজ বুধবার বিধানসভার আইন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ও সদস্যরা ডিমা হাসাও জেলা সফরে এসে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কাউন্সিল ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন পার্বত্য পরিষদের প্রধানসচিব পার্থ জহরি, প্রধান পরিষদের যুগ্ম-সচিব এবং রেবেকা চাংসান, অতিরিক্ত জেলা কমিশনার আবুল খায়ের ইলিয়াস নশিম আহমেদ।
কমিটি হাফলঙের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন। এগুলি লেডিস পার্ক অ্যাপ্রোচ রোড, লোয়ার হাফলং, কেলোলো, নতুন লেইকুল, বড়ওয়াপু এবং হাসং হাজু। কমিটির সদস্যরা এগুলির পরিকাঠামো পরিস্থিতি পর্যালোচনা করেছেন। চলমান প্রকল্পগুলি পরিদর্শন করে উদ্ভূত সমস্যাবলি সমাধানের জন্য স্থানীয় অংশীদারদের সাথে মতবিনিময় করেন তাঁরা।
বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শনের পর বিধানসভার আইন সংক্রান্ত কমিটি হাফলং আবর্ত ভবনের সার্কিট কনফারেন্স হল-এ বিভিন্ন সরকারি বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে মিলিত হয়ে জেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব