“ওঁকে তো খিস্তিশ্রী পুরস্কার দেওয়া উচিত, পুলিশকর্তাকে তোপ মন্ত্রী সুকান্তর
নদিয়া, ৫ নভেম্বর, (হি.স.): “এসপি-কে পরিষ্কার বলছি, হিন্দুদের আয়োজনে, হিন্দুদের সামাজিক অনুষ্ঠানে আপনাদের, মানে পুলিশি অত্যাচারের কথা শুনতে পাচ্ছি এখানে। যেভাবে গালাগালি দিয়েছেন, আমি তো অবাক হয়ে গেলাম! ওঁকে তো খিস্তিশ্রী পুরস্কার দেওয়া উচিত”। বুধবার
সুকান্ত মজুমদার


নদিয়া, ৫ নভেম্বর, (হি.স.): “এসপি-কে পরিষ্কার বলছি, হিন্দুদের আয়োজনে, হিন্দুদের সামাজিক অনুষ্ঠানে আপনাদের, মানে পুলিশি অত্যাচারের কথা শুনতে পাচ্ছি এখানে। যেভাবে গালাগালি দিয়েছেন, আমি তো অবাক হয়ে গেলাম! ওঁকে তো খিস্তিশ্রী পুরস্কার দেওয়া উচিত”। বুধবার কৃষ্ণনগর থানার সামনে অশান্তির সময় এই মন্তব্য করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু বলেন, “আজ হিন্দুদের আন্দোলনে, হিন্দুদের পুজোয়, হিন্দুদের সব কিছুতে মমতা ও তাঁর দলদাস পুলিশ একের পর আক্রমণ করছে। এই নদিয়া জেলার পবিত্র মাটিতে হরিনাম-সঙ্কীর্তন বন্ধের চেষ্টা করেছিল চাঁদ কাজি। ইতিহাস পড়েছেন তো! পেরেছিল? তখন তো বাংলার মসনদে হুসেন শাহের মতো লোক ছিল।”

সুকান্ত মজুমদার বলেন, “এখন তো ভারতবর্ষের রাজা নরেন্দ্র মোদী বসে আছেন। বাপের ব্যাটার ক্ষমতা নেই হরিনাম বন্ধ করবে। আজ ট্রেলার দেখলেন এসপি সাহেব। ১০ হাজার লোক নিয়ে আপনারা ঘেরাও করতে পারবেন না!

এর পর সুকান্তবাবু বক্তৃতায় বলেন, পুলিশের অফিসার স্বীকার করে নিলেন, পুলিশমন্ত্রী অপদার্থ। ম্যাডাম বলছেন, আমরা ২৪ জন লোক মিলে ২৪ হাজার লোক সামাল দেন। তাহলে এমন অপদার্থ পুলিশ এবং পুলিশমন্ত্রী থাকার চেয়ে না থাকা ভাল।”

সুকান্তবাবু বলেন, “কোতোয়ালি থানার আইসি যেভাবে আমাদের মা-বোনকে অপমান করেছে, যেভাবে নদিয়ার রাসকে কলুষিত করেছে, আমাকে আসতে হয়েছে। আইসি যেভাবে অসভ্য ভাষা প্রয়োগ করেছেন, যেভাবে লাঠি চালিয়েছেন, আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি, এই আইসি-কে পরিবর্তন করতে হবে। নইলে আরও তীব্র হবে আমাদের।

ঘটনার সূচনা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের একটি ভিডিও ঘিরে। ভিডিওটি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, 'কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের মুহূর্তে হিন্দুদের উপর অন্যায় নির্যাতন চালানোর সময় আইসি অমলেন্দু বিশ্বাসের মুখের ভাষা থেকেই বোঝা যায় হিন্দুদের কী চোখে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও প্রশাসন'।

যদিও কৃষ্ণনগর জেলা পুলিশ গোড়াতেই জানায়, মহিলাদের উত্যক্ত করা এবং হেনস্থার ঘটনা রুখতেই পুলিশকে লাঠি চালাতে হয়। এই ঘটনায় সাম্প্রদায়িক রং লাগানো উচিত নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande