
জগদলপুর, ৫ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের জগদলপুরে কার্তিক পূর্ণিমার দিনে পুকুরে তলিয়ে যুবতীর মৃত্যু। পরপা থানার অন্তর্গত এলাকার ডোংরিগুড়ার এক যুবতী পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে প্রাণ হারায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম হেমবতী মৌর্য (৩০)। বুধবার দুপুর তিনি পরিবারের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিলেন। স্নানের সময় হঠাৎ তলিয়ে যায় হেমবতী। পরিবারের লোকেরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হেমবতীর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য