১০ বছরের মধ্যে ৯০০ বার বিদেশ সফর খড়দার ব্যবসায়ীর, উত্তর চায় ইডি
কলকাতা, ৫ নভেম্বর, (হি.স.): ১০ বছরের মধ্যে ৯০০ বার বিদেশ সফর করেছেন খড়দার এক ব্যবসায়ী বিনোদ গুপ্তা। খবরটি প্রকাশ্যে আসে বুধবার। এই ঘটনায় জাল পাসপোর্ট চক্রের তদন্তে আরও এক নতুন দিক উঠে এল। মঙ্গলবার সন্ধ্যায় খড়দা বাজারের কাছে বিটি রোডের ধারে তাঁর
১০ বছরের মধ্যে ৯০০ বার বিদেশ সফর খড়দার ব্যবসায়ীর, উত্তর চায় ইডি


কলকাতা, ৫ নভেম্বর, (হি.স.): ১০ বছরের মধ্যে ৯০০ বার বিদেশ সফর করেছেন খড়দার এক ব্যবসায়ী বিনোদ গুপ্তা। খবরটি প্রকাশ্যে আসে বুধবার। এই ঘটনায় জাল পাসপোর্ট চক্রের তদন্তে আরও এক নতুন দিক উঠে এল।

মঙ্গলবার সন্ধ্যায় খড়দা বাজারের কাছে বিটি রোডের ধারে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে৷ বেশ কিছু নথি উদ্ধার করেছেন ইডি-র আধিকারিকরা৷ সেগুলির উপর ভিত্তি করেই ইডি জানতে পেরেছে যে, ওই ব্যবসায়ী প্রায় ১০ বছরের মধ্যে ৯০০ বার বিদেশ সফর করেছেন ৷

এই বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর গন্তব্য ছিল ব্যাংকক। এত স্বল্প সময়ে এতবার বিদেশযাত্রা কীভাবে সম্ভব, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা।

তদন্তকারীরা জানতে চাইছেন, ওই ব্যবসায়ী বারবার বিদেশে কেন যেতেন এবং বারবার তাঁর ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যই বা কী ছিল?

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande