হিঙ্গলগঞ্জে শুরু হল এসআইআর-এর কাজ, মাঠে নেমে খতিয়ে দেখলেন বিডিও
হিঙ্গলগঞ্জ, ৬ নভেম্বর ( হি. স.) : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে বৃহস্পতিবার থেকে শুরু হল এসআইআর প্রক্রিয়ার কাজ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শনিবার সকাল থেকেই ব্লক অফিস থেকে বি.এল.ও–দের হাতে ফর্ম তুলে দেওয়া হয়। ওই ফর্ম নিয়ে বি.এল.ও–রা ভ
বিডিও পর্যবেক্ষণ


হিঙ্গলগঞ্জ, ৬ নভেম্বর ( হি. স.) : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে বৃহস্পতিবার থেকে শুরু হল এসআইআর প্রক্রিয়ার কাজ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শনিবার সকাল থেকেই ব্লক অফিস থেকে বি.এল.ও–দের হাতে ফর্ম তুলে দেওয়া হয়। ওই ফর্ম নিয়ে বি.এল.ও–রা ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছেন।

দিনের শুরুতেই হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও দেবদাস গাঙ্গুলী পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ৯৯ নম্বর বুথ এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ফর্ম পূরণের পদ্ধতি — কোথায় সই করতে হবে, কী নথি লাগবে এবং ফর্ম কোথায় জমা দিতে হবে — তা সাধারণ মানুষকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। বিডিও দেবদাস গাঙ্গুলী জানান, প্রাথমিকভাবে মানুষের মধ্যে কিছুটা ভয় ও বিভ্রান্তি থাকলেও এখন তাঁরা সচেতন ও ইতিবাচক সাড়া দিচ্ছেন। শান্তিপূর্ণ হিঙ্গলগঞ্জ ব্লকে স্বচ্ছভাবে এসআইআর-এর কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande