ব্রু পরিবারগুলির আত্মনির্ভরতায় জোর, টুলকিট বিতরণ করলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৬ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার ১২টি জনপদে পুনর্বাসনপ্রাপ্ত ব্রু পরিবারগুলির এক জন করে সদস্যকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে এই পরিবারগুলিকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ও
টুলকিট বিতরণ করলেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ৬ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার ১২টি জনপদে পুনর্বাসনপ্রাপ্ত ব্রু পরিবারগুলির এক জন করে সদস্যকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে এই পরিবারগুলিকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ও মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন যোজনার আওতায় আনা হয়েছে।

বৃহস্পতিবার ধলাই জেলার ছৈলেংটা বাজার মাঠে আয়োজিত রাজ্যভিত্তিক টুলকিট বিতরণ ও পরিকাঠামো উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জানান, পুনর্বাসনপ্রাপ্ত ৬,৯০০ ব্রু পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৮৯৫ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২০ জনকে এদিন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন টুলকিট তুলে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী বলেন, “ব্রু পরিবারের সদস্যদের আত্মনির্ভর করে তোলাই আমাদের লক্ষ্য। প্রশিক্ষণের পাশাপাশি তাদের ব্যাঙ্ক ঋণ ও ভর্তুকির সুবিধাও দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, দ্বিতীয় পর্যায়ে আরও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে।

অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন ছামনু এইচ এস স্কুলের (বিদ্যাজোতি) নতুন ভবন, ছামনু অগ্নি নির্বাপক কেন্দ্রের অফিস ভবন, গ্রামোন্নয়ন দফতরের নির্বাহী প্রকৌশলীর অফিস এবং ছৈলেংটা টুরিস্ট লজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা, শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরণ গিত্তে এবং দক্ষতা উন্নয়ন দফতরের অধিকর্তা প্রদীপ কে।

মন্ত্রী সান্তনা চাকমা রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “ব্রু পরিবারগুলিকে কর্মমুখী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী ও অতিথিরা লবনছড়া এডিসি ভিলেজের হামবাইপাড়া পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে পুনর্বাসিত পরিবারগুলির জীবনযাপন, শিক্ষা ও জীবিকা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande