
খোয়াই (ত্রিপুরা), ৬ নভেম্বর (হি.স.) : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ খোয়াই জেলা সফর করেন। সকালে তিনি খোয়াইয়ে পৌঁছালে জেলার জেলাশাসক রজত পন্থ, পুলিশ সুপার রণদিত্য দাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা তাঁকে স্বাগত জানান।
রাজ্যপালকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি জেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং কাঁটাতারের বেড়ার অবস্থা ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। এসময় বিএসএফ-এর ১০৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সীমান্ত এলাকায় চলমান কার্যক্রম ও নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে রাজ্যপালকে অবহিত করেন।
ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলা সফর শেষ করে রাজ্যপাল বৃহস্পতিবার খোয়াই সফর করেন। দিনশেষে তিনি আগরতলা ফিরে আসেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ