তৃণমূল নেতাদের হাতে দেদার এনুমারেশন ফর্ম, বিক্ষোভ বিজেপির
দুর্গাপুর, ৬ নভেম্বর (হি.স.) : শাসকদলের হাতে ছড়াছড়ি ভোটার তালিকা সংশোধনের এনুমারেশন ফর্ম। এমন অভিযোগ ঘিরে উত্তপ্ত কাঁকসা। সমাজমাধ্যমে তৃণমূল নেতাদের হাতে এসআইআর এনুমারেশন ফর্মের ছবি ভাইরাল হতেই বৃহস্পতিবার দুপুরে কাঁকসা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষো
তৃণমূল নেতাদের হাতে দেদার এনুমারেশন ফর্ম! প্রতিবাদে কাঁকসায় বিডিও অফিসে বিক্ষোভ বিজেপির


দুর্গাপুর, ৬ নভেম্বর (হি.স.) : শাসকদলের হাতে ছড়াছড়ি ভোটার তালিকা সংশোধনের এনুমারেশন ফর্ম। এমন অভিযোগ ঘিরে উত্তপ্ত কাঁকসা। সমাজমাধ্যমে তৃণমূল নেতাদের হাতে এসআইআর এনুমারেশন ফর্মের ছবি ভাইরাল হতেই বৃহস্পতিবার দুপুরে কাঁকসা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে বসে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধনে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন বিএলওরা। তাঁদের সঙ্গে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত বিএলএ-রা। অভিযোগ, কাঁকসা ব্লকে কয়েকজন তৃণমূল নেতা নিজের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিতরণ করছেন। এমনই একটি ছবিতে দেখা গেছে, একটি ঘরে কয়েকজন তৃণমূল কর্মী ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফর্ম নিয়ে বসে আছেন। ছবিতে কাঁকসা গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী কার্তিক সিং ও এক পঞ্চায়েত সদস্যকেও দেখা গিয়েছে।

এই ছবি প্রকাশ্যে আসতেই সরব হয় বিজেপি। বৃহস্পতিবার বিকেলে কাঁকসা বিডিও অফিসের গেট বন্ধ করে বিক্ষোভে বসেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, “বিএলওদের কাজ হওয়া সত্ত্বেও তৃণমূল নেতাদের হাতে কীভাবে ফর্ম এল, তা নিয়ে প্রশ্ন।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী।

বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা বলেন, “বিএলওদের দায়িত্ব ভোটার তালিকা তৈরির কাজ করা। অথচ কাঁকসায় দেখা যাচ্ছে তৃণমূল নেতারাই ওই ফর্ম নিয়ে বসে আছেন। এটা একেবারেই বেআইনি। তদন্তের দাবি জানাচ্ছি।” তিনি আরও বলেন, “গলসী বিধানসভার রামপুর গ্রামে তৃণমূল কর্মীদের জালিয়াতি ধরার অভিযোগে আমাদের এক বিএলএ-র ওপর হামলা হয়েছে। বিষয়টি গলসী-১ বিডিওর কাছে জানানো হয়েছে।” তাঁর দাবি, “এসআইআর-এর কাজ যেন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে হয়। বিএলওদের নিরাপত্তার জন্য প্রয়োজন হলে পুলিশ টহল বাড়াক নির্বাচন কমিশন।”

তবে অভিযোগ খারিজ করেছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য। তাঁর বক্তব্য, “বিএলওরাই ফর্ম বিলির কাজ করছেন। বিজেপি ভয় পেয়ে এখনও অযথা প্রচার চালাচ্ছে। পুরো প্রক্রিয়াই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হচ্ছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande