বাগডোগরার বাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক
শিলিগুড়ি, ৬ নভেম্বর (হি.স.): বাগডোগরার বাংডুবি সেনা ছাউনি থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম নন্দ মণ্ডল। তার ভারতীয় পরিচয়পত্রে লেখা আছে, সে জলপাইগুড়ির বাসিন্দা, তবে সে আসলে বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা। সূত্রর খবর, ব
বাগডোগরার বাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক


শিলিগুড়ি, ৬ নভেম্বর (হি.স.): বাগডোগরার বাংডুবি সেনা ছাউনি থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম নন্দ মণ্ডল। তার ভারতীয় পরিচয়পত্রে লেখা আছে, সে জলপাইগুড়ির বাসিন্দা, তবে সে আসলে বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা।

সূত্রর খবর, বাংডুবি সেনা ছাউনি এলাকায় কাজ চলছে। অভিযুক্ত ব্যক্তি সুপারভাইজার হিসেবে কাজ করছিল। অভিযোগ, ওই ব্যক্তি তিন-চার দিন ধরে তার কাজ পরিদর্শনের জন্য ব্যাংডুবি সেনা ছাউনিতে প্রবেশ করছিল। বুধবার, সেনা ছাউনিতে প্রবেশের সময়, অভিযুক্ত ভুলবশত তার মোবাইল ফোন থেকে তার বাংলাদেশি পরিচয়পত্র দেখায়, যার ফলে সেনাবাহিনী তাকে আটক করে। পরে সেনা আধিকারিকরা তাকে বাগডোগরা থানার পুলিশের কাছে হস্তান্তর করে। ধৃত ব্যক্তি নন্দ মণ্ডল অবৈধভাবে ভারতে সীমান্ত অতিক্রম করেছিল বলে অভিযোগ। সেনাবাহিনী অভিযুক্তের মোবাইল ফোন থেকে একটি বাংলাদেশি পরিচয়পত্র, একটি ভারতীয় ভোটার আইডি, প্যান এবং এটিএম কার্ড উদ্ধার করেছে। বাগডোগরা থানার পুলিশ পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande