খুন্তিতে বিষপান করে যুবকের আত্মহত্যার অভিযোগ
খুন্তি, ৬ নভেম্বর (হি.স.) : বিষপান করে যুবকের আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে , বৃহস্পতিবার ঝাড়খণ্ডের খুন্তি জেলার অন্তর্গত শিম্বুকেল গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে , মৃত যুবকের নাম বিষ্ণু কুমার মানঝি (২১)। চলোম বারটোলির বাসিন্দা। পেশায় গাড়িচালক। বিষ্ণু
মৃতদেহ উদ্ধার


খুন্তি, ৬ নভেম্বর (হি.স.) : বিষপান করে যুবকের আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে , বৃহস্পতিবার ঝাড়খণ্ডের খুন্তি জেলার অন্তর্গত শিম্বুকেল গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে , মৃত যুবকের নাম বিষ্ণু কুমার মানঝি (২১)। চলোম বারটোলির বাসিন্দা। পেশায় গাড়িচালক। বিষ্ণু শিম্বুকেল এলাকায় ওই যুবক ভাড়া বাড়িতে একা থাকত।

জানা গেছে, বৃহস্পতিবার সারাদিন পরিবারের সদস্য ও বন্ধুরা ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে খোঁজ শুরু করে। পরে বন্ধ ঘরের দরজা ভেঙে যুবককে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে মনে করা যাচ্ছে, বিষ পান করেই আত্মহত্যা করেছে ওই যুবক। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande