
হাওড়া, ৬ নভেম্বর ( হি. স.) : হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্তর্গত প্রাচীন শিল্প প্রতিষ্ঠান ডেল্টা জুট মিলে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। প্রায় ১৮ মাস ধরে উৎপাদন বন্ধ থাকার অভিযোগে বৃহস্পতিবার সিটু সংগঠনের পক্ষ থেকে শ্রম দফতরে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি এবং বকেয়া মজুরি পরিশোধ করেনি। পাশাপাশি, রাজ্য প্রশাসনের অদক্ষতা এবং মিলের জমি প্রমোটারদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধেও সরব হয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা।
সিটু নেতৃত্বের দাবি, নতুন শ্রম আইন কার্যকর হলেও রাজ্য সরকার শ্রমিকদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা নিচ্ছে না। ২০১০ ও ২০১২ সালে একাধিকবার মিল বন্ধ হয়ে প্রায় ৪,০০০ শ্রমিক চাকরি হারান। ২০২০ সালের নভেম্বর থেকে করোনা পরিস্থিতিতে আবারও উৎপাদন বন্ধ থাকে। পরে ২০২১ সালের ডিসেম্বরে শ্রমমন্ত্রী বেচরাম মান্নার মধ্যস্থতায় মিল পুনরায় চালু হলেও বর্তমানে ফের উৎপাদন স্থগিত রয়েছে।
সিটুর রাজ্য নেতৃত্বের অভিযোগ, জুট শিল্পে বারবার লকআউট ও লে-অফের ঘটনা ঘটলেও প্রশাসন তা রোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে, বন্ধ মিলের জমি প্রমোটারদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ তুলেছেন তারা। শ্রমিক সংগঠনের দাবি, যতদিন না বকেয়া পিএফ, গ্র্যাচুয়িটি ও মজুরি পরিশোধ হচ্ছে এবং উৎপাদন পুনরায় শুরু হচ্ছে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়