
নদীয়া, ৬ নভেম্বর ( হি. স.) : নদীয়ার শান্তিপুরে বিশ্বের বৃহত্তম ৫২ হাত পৌষ কালী মাতার পুজো উপলক্ষে বুধবার সম্পন্ন হল খুঁটিপুজো। এবারে ৪৮তম বর্ষে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো। দেবীর খুঁটিপুজা নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষ আতশবাজি প্রদর্শনী, মশাল প্রজ্বলন ও বাদ্যযন্ত্রের তালে আনন্দে মেতে ওঠেন। দেবীকে আহ্বান জানিয়ে শুরু হল বিশাল প্রস্তুতির পর্ব।
নৃসিংহপুর বাজারপাড়া “আমরা সকলে” ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই পুজোকে ঘিরে প্রতিবছর হাজার হাজার মানুষের সমাগম হয়। ক্লাব সদস্যরা জানিয়েছেন, এবারের পুজো ও মেলা আরও আকর্ষণীয় এবং মনোরম সাজে সজ্জিত হবে। ইতিমধ্যেই বিশাল দেবী মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে, যা আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানা গেছে। পুজো উপলক্ষে দশ দিনব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। শান্তিপুরবাসী এবং আশেপাশের এলাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বের বৃহত্তম পৌষ কালী মাতার এই মহোৎসবের জন্য।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়