
গৌতম বুদ্ধ নগর , ৬ নভেম্বর (হি.স.) : গৌতম বুদ্ধ নগরে নালায় উদ্ধার মহিলার মুণ্ডহীন দেহ । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর জেলার সেক্টর ১০৮ এলাকার কাছে । পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা এলাকার একটি নালায় এক অজ্ঞাতপরিচয় মহিলার মুণ্ডহীন দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের এক আধিকারিক জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তাঁর দেহ নালায় ফেলে দেওয়া হয়েছে। দেহটি উদ্ধার হলেও মহিলার কাটা মাথা এখনও পর্যন্ত পাওয়া যায়নি । ইতিমধ্যেই নিহতের পরিচয় শনাক্তকরণ–এর চেষ্টা চলছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য