শুরু হতে চলেছে পরিবেশ মেলা ২০২৫
হুগলি, ৬ নভেম্বর (হি.স.) : ২১তম পরিবেশ মেলা উদযাপিত হবে চন্দননগরের বড়বাজারে অবস্থিত সবুজের অভিযান প্রাঙ্গণে (ঋত্বিক ঘটক প্রাঙ্গণ) আগামী ২১-২৫ ডিসেম্বর, ২০২৫। এই মেলার আয়োজক পরিবেশ আকাদেমি ও সবুজের অভিযান সহ ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠন। পরিবেশ মেলার
শুরু হতে চলেছে পরিবেশ মেলা ২০২৫


হুগলি, ৬ নভেম্বর (হি.স.) : ২১তম পরিবেশ মেলা উদযাপিত হবে চন্দননগরের বড়বাজারে অবস্থিত সবুজের অভিযান প্রাঙ্গণে (ঋত্বিক ঘটক প্রাঙ্গণ) আগামী ২১-২৫ ডিসেম্বর, ২০২৫।

এই মেলার আয়োজক পরিবেশ আকাদেমি ও সবুজের অভিযান সহ ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠন। পরিবেশ মেলার সহযোগিতায় রয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও চন্দননগর পুরনিগম। পরিবেশ মেলার মঞ্চ উৎসর্গ করা হবে পরিবেশ-শহিদদের স্মরণে।

চন্দননগরের পরিবেশ আকাদেমির কার্যকরী সভাপতি কুনাল সেন এবং সবুজের অভিযানের সম্পাদক দ্বৈপায়ন সাঁবুই জানান, “এবারের পরিবেশ মেলার বিষয় 'পরিবেশ ও জনস্বাস্থ্য'। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে ৩৫০ জনের বেশী সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করবেন।

পরিবেশ মেলার উদ্বোধন হবে ২১ ডিসেম্বর ২০২৫ বেলা ৩টের সময়। আমাদের রাজ্যজুড়ে সামাজিক ও পরিবেশ আন্দোলনে যাঁরা উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাঁদের এই মেলায় সম্মানিত করা হবে। মেলায় কোন প্রবেশমূল্য নেই, আছে পরিবেশ-বান্ধব চিন্তন ও আন্তরিকতা।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত যে সমস্ত শিল্পী পরিবেশ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান এবং যাঁরা মেলায় স্টল দিতে ইচ্ছুক, তাঁরা 'সবুজের অভিযান' থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারেন।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande