
বারাসাত, ৬ নভেম্বর ( হি. স.) : বিলাসবহুল জীবনযাপনের লালসায় একের পর এক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চুঁচুড়া থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বারাসাত জেলা পুলিশ। ধৃত ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত সুব্রত চক্রবর্তী বসিরহাটের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর বারাসাতের রামকৃষ্ণপুর এলাকায় একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণ সোনা ও নগদ অর্থ চুরি হয়। তদন্তে নেমে ২৯ অক্টোবর ভোরবেলা চুঁচুড়া থেকে সুব্রতকে গ্রেফতার করা হয়। প্রথমে তার কাছ থেকে কিছু উদ্ধার না হলেও পরবর্তীতে জেরায় উঠে আসে বসিরহাটের এক নামী সংস্থার ম্যানেজার রাজু মজুমদারের নাম। রাজুর কাছ থেকে উদ্ধার করা হয় খোয়া যাওয়া সোনার গয়না।
এদিন বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সাংবাদিক সম্মেলনে জানান, সুব্রত মূলত প্রশাসনিক ব্যস্ততাকে সুযোগ হিসেবে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত এবং রাজকীয় জীবনযাপনের জন্য চুরির পথ বেছে নিয়েছিল। এর আগেও তিনি এনডিপিএস-সহ একাধিক মামলায় জড়িত ছিলেন। ভারপ্রাপ্ত আধিকারিক মৈনাক ব্যানার্জি জানান, দুই অভিযুক্তের জেরায় পুলিশ বসিরহাটের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২৭ গ্রাম সোনা উদ্ধার করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়