
আমেঠি,৬ নভেম্বর (হি.স.) : রাস্তার পাশে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর প্রদেশের আমেঠিতে। ঘটনাটি ঘটেছে , আমেঠি জেলার পিপরপুর থানা এলাকার বালিপুর ডুহিয়া গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে , মৃত যুবকের নাম মণীশ গৌতম (২৪)। সম্প্রতি তিনি পরিবারের সঙ্গে মামারবাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার ভোররাতে পথচারীরা রাস্তার ধারে মণীশের দেহ পড়ে থাকতে দেখেন। দেহের কাছেই ক্ষতিগ্রস্ত অবস্থায় তাঁর বাইকও পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেছে, কোনও গাড়ি তাঁকে ধাক্কা দেয়।তার জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পিপরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এক পুলিশ আধিকারিক জানান , মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য