নৌবাহিনীতে অন্তর্ভুক্ত আইএনস ইক্ষক, জলে ভাসল রণতরী
কোচি, ৬ নভেম্বর (হি.স.): ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে আরেক সোনালি অধ্যায় যুক্ত হল। কোচির নৌসেনা ঘাঁটিতে আইএনএস ইক্ষাক নামক সার্ভে ভ্যাসেল শ্রেণির তৃতীয় জাহাজটি আনুষ্ঠানিকভাবে কমিশন করা হয়। এই অনুষ্ঠানে নৌপ্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী উপস্থিত থেক
নৌবাহিনীতে অন্তর্ভুক্ত আইএনস ইক্ষক, জলে ভাসল রণতরী


কোচি, ৬ নভেম্বর (হি.স.): ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে আরেক সোনালি অধ্যায় যুক্ত হল। কোচির নৌসেনা ঘাঁটিতে আইএনএস ইক্ষাক নামক সার্ভে ভ্যাসেল শ্রেণির তৃতীয় জাহাজটি আনুষ্ঠানিকভাবে কমিশন করা হয়। এই অনুষ্ঠানে নৌপ্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী উপস্থিত থেকে জাহাজটিকে সার্ভিসে যোগ করান। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) লিমিটেড, কলকাতায় নির্মিত এই জাহাজটি ভারতের আত্মনির্ভর ভারত উদ্যোগের এক জ্বলজ্বল করা উদাহরণ। জাহাজের ৮০ শতাংশেরও বেশি উপাদান দেশীয়, যা জিআরএসই এবং ভারতীয় মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এমএসএমই)-এর মধ্যে সফল সহযোগিতার ফল। এই কমিশনিংয়ের মাধ্যমে নৌবাহিনী তার হাইড্রোগ্রাফিক সার্ভে ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা সমুদ্রপথে নিরাপদ নেভিগেশন এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেসকে শক্তিশালী করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande