
নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার (৮ নভেম্বর ২০২৫)-এ বিকেল ৫টা নাগাদ সর্বোচ্চ ন্যায়ালয়ে “আইনি সহায়তা প্রদান ব্যবস্থার শক্তিশালীকরণ” বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ন্যাশানাল লিগাল সার্ভিসেস অথরিটি (এনএএলএসএ) দ্বারা প্রস্তুত কমিউনিটি মিডিয়েশন ট্রেনিং মডিউলের সূচনা করবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সমবেতদের উদ্দেশে ভাষণও দেবেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, এনএএলএসএ আয়োজিত দুদিনের সম্মেলনে লিগাল এইড ডিফেন্স কাউন্সেল সিস্টেম, প্যানেল লইয়ার্স, প্যারা লিগাল ভলান্টিয়ার্স, স্থায়ী লোক আদালত এবং আইনি পরিষেবা প্রতিষ্ঠানগুলির আর্থিক ব্যবস্থাপনার মতো আইনি পরিষেবা কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ